News:

প্রাতিষ্ঠানিক শিক্ষার লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে যুগোপযোগী করে গড়ে তোলা। কী করে দেশ ও জাতীর কল্যাণে আত্মনিয়োগ করতে পারে, সেই শিক্ষা নেওয়া । শিক্ষক হচ্ছেন জাতি গঠনের কারিগর। তাই একজন শিক্ষককে যেমন ন্যায়-নীতি ও আদর্শবান হওয়া উচিৎ ঠিক তেমনি একজন শিক্ষার্থীকে নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলা উচিৎ। তবেই শিক্ষার্থী হবে আদর্শবান, পরিবার পাবে আদর্শবান সন্তান এবং দেশ ও জাতি পাবে আদর্শ নাগরিক। কেবল নির্ধারিত পাঠ্যসূচিই সব নয়, আদর্শ ও উন্নত মানুষ গড়তে প্রতিষ্ঠানের নিজস্ব দৃষ্টিভঙ্গিও থাকা দরকার। নির্দিষ্ট পাঠের পাশাপাশি কোন অভ্যাস ও অভিরুচি শিক্ষার্থীকে সময় ও সমাজের শ্রেষ্ঠ সন্তানে পরিণত করবে প্রতিষ্ঠানের সেই চিন্তা থাকা দরকার। আলী আকরব উচ্চ বিদ্যালয় নির্ধারিত পাঠ্যসূচির পাশাপাশি যুগোপযোগী শিক্ষার্থী গড়তে যত্নশীল। একটি সুপরিকল্পিত ও সুশৃঙ্খল পরিবেশে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধানী ও সৃজনশীল মনোভাব গড়তে প্রতিষ্ঠানের অবিরাম চেষ্টা চলছে। প্রতিষ্ঠানের পরিচালকদ্বয়ের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগীতায় গড়ে উঠবে দেশের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, ইনশা আল্লাহ্ ।